রোববার বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শিরীণ আখতার বলেন, ‘বাংলাদেশের নাগরিকদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যখনি দেশ একটি ভালো সময়ে যায়, সুন্দরের আবাহন করতে চায়; তখনি সাম্প্রদায়িক শক্তি ছোবল হানে। কুমিল্লার ঘটনায় আমরা মর্মাহত হয়েছি। আমরা একত্র হয়ে সকল হীন শক্তিকে লীন করে দিতে পারি।’
সহ–উপাচার্য বেনু কুমার দে বলেন, ‘সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে, তা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। আমরা এমন বাংলাদেশ কখনো চাইনি। একটা গোষ্ঠী আমাদের সম্প্রীতি বারবার নষ্ট করতে চাইছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিষদাঁত ভেঙে দিতে হবে।’