প্রতিবন্ধী পরশ চিত্রাংকনে শ্রেষ্ঠ | munshiganjnews.com

প্রতিবন্ধী পরশ চিত্রাংকনে শ্রেষ্ঠ | munshiganjnews.com




প্রতিবন্ধী পরশ চিত্রাংকনে শ্রেষ্ঠ | munshiganjnews.comমোহাম্মদ সেলিম
জেলা গণগ্রন্থাগারের চিত্রাংকন প্রতিযোগিতায় শাহ পরান পরশ এবার প্রথম হয়েছেন। সে পলক অটিজম বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। জেলায় প্রতিবন্ধীর জন্য এটিই হচ্ছে একমাত্র স্কুল। এটি মুন্সীগঞ্জ পৌরসভাস্থ মুন্সীরহাটে অবস্থিত।

মুন্সীগঞ্জ জেলা গণগ্রন্থাগারের আয়োজনে প্রায় ৪টি বিভাগের প্রতিযোগিতার মধ্যে ৭০জন বিজয়ীদের মধ্যে প্রতিবন্ধী হয়েও প্রতিযোগিতায় শাহ পরান পরশ বিজয়ের মালা গলায় পড়েছেন। সে প্রতিবন্ধী হয়েও তাকে এ প্রতিযোগিতায় কেউ ধমিয়ে রাখতে পারেনি।

তার পিতা ও মাতার নাম হচ্ছে মৃত রহমত উল্লাহ ও সেলিনা বেগম। চলতি শিক্ষা বর্ষের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে জেলা গণগ্রন্থাগার কর্তৃপক্ষ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেন। তাতে শাহ পরান পরশ অংশ গ্রহণ করেন।

বিচারক মন্ডলির বিচারকদের বিবেচনায় শাহ পরান পরশ সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে জেলা গণগ্রন্থাগার কর্তৃপক্ষ বিজয়ীদের মাঝে সনদপত্রসহ পুরস্কার তুলে দেন। এই পুরস্কার অনুষ্ঠানে সভাপত্বি করেন জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান এস.এম জহিরুল ইসলাম।




Explore More Districts