কলকাতা: ভারতের বেশিরভাগ অঞ্চলে এখন গরম পড়ছে। ইতিমধ্যেই ভারতের বেশ কয়েকটি জায়গায় তাপপ্রবাহ তীব্র হতে শুরু করেছে। বেশ কয়েকটি জায়গায় এর মধ্যেই তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে গরম থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হল এসি।
কারণ এসি চালিয়ে এই তীব্র গরম থেকে নিস্তার পাওয়া সম্ভব। এসি সম্পর্কিত অনেক কথাই আমরা সকলে শুনতে পাই। কিন্তু লক্ষ্যণীয় বিষয় হল, এসি সম্পর্কিত সব কিছুই বিশ্বাস করা উচিত নয়। কারণ এসির বিষয়ে বিভিন্ন ভুল তথ্য চারিদিকে ছড়িয়ে রয়েছে, যাতে কান দিলে আদতে ঠকতে হবে।
আরও পড়ুন- গরমে ২৪ ঘণ্টা ফ্রিজ চলছে! কেঁপে উঠল বিস্ফোরণে, মুহূর্তেই তছনছ হতে পারে, সহজ টিপস
গরম বেড়েছে, এখন ঘরে ঘরে কুলার ও এসি চলতে শুরু করেছে। যাঁরা এখন এসি কেনার কথা ভাবছেন, তাঁরা আগে থেকেই ঠিক করে ফেলেন, যে কী ধরনের এসি কেনা উচিত। কিন্তু এসি সম্পর্কে অনেক গুজব ছড়িয়ে রয়েছে। এসি সম্পর্কে কিছু এমন গুজব রয়েছে, যা আমরা বছরের পর বছর ধরে বিশ্বাস করে আসছি, কিন্তু বাস্তবে সেগুলি সত্য নয়। এক নজরে জেনে নেওয়া যাক এসি সংক্রান্ত সেই সকল গুজব সম্পর্কে, না হলে গরমে খামোখা কষ্ট পেতে হবে।
সার্ভিসিং –
আমরা সকলেই শুনেছি যে সার্ভিসিংয়ের অভাব এয়ার কন্ডিশনারটির কার্যকারিতাকে প্রভাবিত করে না। যদি এয়ার কন্ডিশনার ঠিকঠাক কাজ করে, তাহলে এর মানে এই নয় যে এটির কোনও সার্ভিসিং বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন নেই। নিয়মিত রক্ষণাবেক্ষণ এড়িয়ে চললে এয়ার কন্ডিশনারে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যা ধীরে ধীরে এর কার্যকারিতাকে প্রভাবিত করে।
তাই এটি সুপারিশ করা হয় যে সকলেই প্রতি মরশুমে অন্তত একবার নিজেদের এসি সার্ভিসিং করানো দরকার, বিশেষ করে গ্রীষ্মের শুরুতে।
আউটডোর ইউনিট –
যখন একটি এয়ার কন্ডিশনারের আউটডোর ইউনিটের অবস্থানের কথা আসে, তখন একাধিক জায়গার কথা মাথায় থাকে যেখানে আমরা মনে করি যে ইউনিটটি সহজেই ইনস্টল করা যেতে পারে। এটিকে ভাল জায়গায় স্থাপন করার জন্য আদতে জায়গাটা বিবেচনা করা প্রয়োজন, যাতে এসির কার্যকারিতা প্রভাবিত না হয়।
আরও পড়ুন- ফোন থেকে সব ফটো ডিলিট হয়ে গিয়েছে? চিন্তা নেই, এভাবে সহজেই ফিরে পাবেন সব ছবি
আউটডোর ইউনিট ভুল জায়গায় ইনস্টল করা হলে, এটি ত্রুটির কারণ হতে পারে। সেই ইউনিটটি ছায়ায় রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
গ্রীষ্মকালীন ফ্লু –
কেউ কেউ বলেন যে দীর্ঘক্ষণ এসি-তে থাকলে গ্রীষ্মে ঠান্ডা লাগতে পারে। কিন্তু এটাকে সত্য বলা যাবে না। আসলে ভাইরাস, জীবাণু, ব্যাকটেরিয়াই গ্রীষ্মে ঠাণ্ডা লাগার কারণ। এসি বা এর তাপমাত্রার উপর তা নির্ভর করে না।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air Conditioner, Summer 2023