প্রকৌশলী রোকনের গ্রেপ্তারের দাবিতে লংমার্চ ঘোষণা – Daily Gazipur Online

প্রকৌশলী রোকনের গ্রেপ্তারের দাবিতে লংমার্চ ঘোষণা – Daily Gazipur Online

গাজীপুর মহানগর প্রতিনিধিঃ নেসকোতে মব সৃষ্টিকারী সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে গ্রেপ্তারের দাবিতে ঘোষিত আল্টিমেটাম শেষ হওয়ায় এবং ‘লংমার্চ টু নেসকো, রংপুর’ কর্মসূচি ঘোষণা উপলক্ষে রোববার (৩১ আগস্ট) এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৩টায় গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি ইসহাক পিকু। তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমরা বাধ্য হয়ে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছি। এই কর্মসূচির মাধ্যমে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রকৌশলীদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য স্পষ্ট বার্তা দেওয়া হবে।” তিনি আরও জানান, প্রকৌশলীদের অধিকার আদায়ের এ লড়াই কোনো ব্যক্তি বিরোধী নয়, বরং পেশাজীবী সমাজের বৈধ ও ন্যায়সংগত দাবি আদায়ের অংশ। তাই এই লংমার্চ হবে শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় অবস্থানের প্রতিফলন।
এছাড়াও যে দাবিগুলো উত্থাপন করা হয় তার মধ্যে রয়েছে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ, উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি ৫০ শতাংশে উন্নীত করা, যুগোপযোগী করে কারিকুলাম ইংরেজি ভার্সনে আধুনিকায়ন, সকল পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণ, প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন, মেধার অপচয় রোধে প্রকৌশল ক্যাডার ছাড়া অন্য ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ নিষিদ্ধ করা, আন্তর্জাতিক মানদণ্ডে প্রকৌশল সংস্থার জনবল কাঠামো ১:৫ অনুপাতে প্রণয়ন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, রাসেল রেজা প্রমুখ। তারা সবাই সরকারের প্রতি অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email

Explore More Districts