প্রকাশ্যে হৃতিক-দীপিকার ফাইটার সিনেমার মোশন পোস্টার

প্রকাশ্যে হৃতিক-দীপিকার ফাইটার সিনেমার মোশন পোস্টার

প্রকাশ্যে হৃতিক-দীপিকার ফাইটার সিনেমার মোশন পোস্টার

বরাবরই নিজের নতুন নতুন সিনেমা দিয়ে ভক্তদের মুগ্ধ করে আসছেন বলিউড তারকা হৃতিক রোশন। তার সঙ্গে এবার নাইকার চরিত্রে যোগ দিয়েছেন দীপিকা পাড়ুকোন। এ যেন সোনায় সোহাগা।

তাদের আসন্ন সিনেমা ফাইটার ইতোমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। ছবিটির ঘোষণা দেওয়ার পর থেকেই ভক্তদের নজর কেড়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশপ্রেমের অনুভূতি প্রকাশ করে ইনস্টাগ্রামে দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন ও অনিল কাপুর ফাইটার সিনেমার প্রথম মোশন পোস্টারটি শেয়ার করেন।

এদিকে হৃতিক ও দীপিকার পাশাপাশি অনিল কাপুরও প্রথমবারের মতো দুজনের সঙ্গে যোগ দিচ্ছেন একই সিনেমায়। তাই বলাই যায়, ফাইটার-এর মোশন পোস্টার দেশটির স্বাধীনতা দিবসে একটি মেগা উদযাপন।

পোস্টারটি শেয়ার করে দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের গৌরবময় দেশের জন্য স্যালুট। ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের মুহূর্তে ফাইটার আসছে সিনেমা হলে। ২০২৪ সালের ২৫ জানুয়ারি।’

‘ফাইটার’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের ২৫ জানুয়ারি।

এসএম

Explore More Districts