- জাতীয়, নারায়ণগঞ্জ, লিড নিউজ, শহরের বাইরে
- ভয় নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে: তারেক রহমান
প্রকাশিত সংবাদে প্রবাসী ও তার ভাইয়ের তীব্র প্রতিবাদ
- আপডেট টাইম : অক্টোবর, ১৬, ২০২৪, ৩:০০ অপরাহ্ণ
- 50 পড়েছেন
প্রেস বিজ্ঞপ্তি :
আমি মো: আলী হায়দার , পিতা- কবির উদ্দিন বাচ্চু, সাং- পিলকুনী, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ । গত ১৫ অক্টোবর মঙ্গলবার ২০২৪ ইং তারিখে ”দৈনিক সংবাদ চর্চা” পত্রিকায় ” আজমেরী ওসমানের শিষ্য থেকে বি এন পির কর্মী ” শিরোনামে আমি ও আমার বড় ভাই স্পেন প্রবাসী মো: সাদেকুর রহমানকে জড়িয়ে একটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদ প্রকাশ করে। সেই সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সেই সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার মনে করি সংবাদকর্মীরা হলো জাতির বিবেক । এমনকি তারা সব সময় সত্যি ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর থাকবে বলে আমি মনে করি। এদিকে আমাদের বিরুদ্ধে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তাতে আমাদের আত্মপক্ষ সমর্পন অর্থাৎ আমাদের কারো কোনো বক্তব্য নেয়া হয়নি। এ ছাড়াও এই সংবাদে উল্লেখ করা হয়েছে যে, আমরা নাকি জনৈক আজমেরী ওসমানের নাম ভাঙ্গিয়ে সিমেন্টের ব্যাবসা করছি, এখনেও ডাহা মিথ্যাচার করা হয়েছে । একজন মানুষের সাথে কৌতহল বসত ছবি তললেই কি প্রভাব খাটানো হয়। আমরাতো তার সাথে ছবি তুলে কোনো প্রভাব খাটাইনি বা এলাকায় কারো সাথে খারাপ আচরনো করিনি। আমি টাকা খাটিয়ে ব্যাবসা করছি এবং আমার বড় ভাই স্পেন প্রবাসীর রোজগারের টাকায় ভালো ভাবে সংসার চালাচ্ছি। তাহলে কেনো আমরা অন্যায় পথ অবলম্বন কিংবা অনৈতিক কাজ করবো এই প্রশ্ন সকলের কাছে থাকলো। তাইতো এই সংবাদের মাধ্যামে আমার ও বড় ভাই সহ পুরো পরিবারকে সমাজ তথা দেশের আইনশৃংখলা বাহিনীর কাছে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে বেশ কয়েকটি চক্র। মূলত চক্রটির উদ্দেশ্য আমরা ডাল-ভাত খেয়ে সমাজে মানুষের মত মানুষ হয়ে সবার সঙ্গে মিলে মিশে থাকাটাই হলো তাদের কাছে সমস্যা। তাই গনমাধ্যমের কাছে আমার অনুরোধ থাকবে ভবিষ্যতে যে কোনো সংবাদ প্রকাশ করার আগে আরও ভাল ভাবে যাচাই করে সংবাদ প্রচারের অনুরোধ রইলো । ভবিষ্যতে যাচাই বাচাই না করে আমাদের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ ও প্রচার করলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব ইনশাআল্লাহ ।
নিবেদক মো: আলী হায়দার পিলকুনী,
ফতুল্লা, নারায়নগঞ্জ ।