প্রকাশিত মিথ্যা সংবাদে আল-আমিন ও সুমির তীব্র নিন্দা-প্রতিবাদ

আমি সুমি আক্তার, পিতা-হোসেন আলী, স্বামী-আল-আমিন, সাং- সোনাচড়াবাগ, বন্দর, নারায়ণগঞ্জ। গত ১১ জুন থেকে ১৩ জুন পর্যন্ত কয়েকটি পত্রিকা ও অনলাইনে আমি (সুমি) ও আমার স্বামী আল-আমিন এর বিরুদ্ধে ” বন্দরে ডাকাত আল-আমিন-সুমি গং অপ্রতিরোধ্য” শিরোনামে একটি সংবাদ আমার দৃষ্টি গোচর হয়। সেই সংবাদগুলোতে মিথ্যা, বানোয়াট, কাল্পনিক, মনগড়া,শত্রুতা মুলক ও উদ্দেশ্য প্রিনোদিত তথ্য উল্লেখ করা হয়েছে। যাতে ডাহা মিথ্যাচার করে আমি ও আমার পরিবারকে ডাকাত ও মাদকের সাথে জড়িয়ে সমাজ তথা সাংবাদিক ভাই ও প্রশাসনের কাছে দোষী বানানোর অপচেষ্টা করা হয়েছে। অথচ আমি ও আমার স্বামী আল-আমিন কোনো ধরনের অপরাধের সাথে জড়িত না। আমরা পরিশ্রম করে নিজেরা জীবন যাপন করছি। আমারা যাতে স্বাভাবিক ভাবে বাঁচতে না পারি কিংবা ধ্বংস হয়ে যাই সেজন্য স্থানীয় মাদকের সাথে জড়িত মৃত আকবর ডাকাতের ছেলে মনির হোসেন মরিয়া হয়ে উঠেছে। মনির গংদের কথা মত আমি ও আমার স্বামী আল-আমিন চলিনা এবং তাদের মাদক ব্যবসা সহ বিভিন্ন কাজে সম্পৃক্ত না হওয়ার কারণে মনির হোসেন আমাদের বিরুদ্ধে কতিপয় অসাধু সংবাদকর্মীর সহযোগিতায় মিথ্যা সংবাদ প্রচার করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দোষী বানিয়ে গ্রেফতার করার ভয়ঙ্কর মিশনে নেমেছে। অথচ এই ভয়ঙ্কর মনির হোসেন একজন চিহ্নিত ডাকাতের ছেলে ও ভাই। সে নিজে মাদক ব্যবসা করে ও ভুয়া সাংবাদিকের একটি আইডি কার্ড ব্যাবহার করে দীর্ঘ দিন যাবত অপরাধ করে আসছে। এই ভূয়া সাংবাদিক মনির হোসেন মাদক ব্যবসা ও অপরাধ সম্রাজ্য ঠিক রাখার জন্য তারই সেলসম্যান মনির হোসেনের ছেলে আল-আমিনের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে মাদক ব্যবসা পরিচালনা করছে। আর তার ঐ সেলসম্যান আলামিনকে বেশ কয়েকটি মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করিয়েছে। এই ভয়ঙ্কর মনির মুখোশের আড়ালে দীর্ঘদিন ধরে অপরাধ করে এখন বেশ কয়েকটি বাড়ি ও মোটা অংকের টাকার মালিক বনে গেছে। সেই সাথে আরেকটি বিষয় না বললেই নয় যে, মনির হোসেনের কথা মত না চলার কারনে গত ৭ এপ্রিল সকালে মনির হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমি (সুমি) – আমার স্বামী আল-আমিন ও শ্বাশুড়ি সহ সহ বেশ কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। এ ঘটনায় মনিরের মা চেহেরুন ও আমি সহ বেশ কয়েকজন গুরুতর আহত হই। এই ঘটনাযর দিন রাতে বন্দর থানায় মনির হোসেনকে প্রধান আসামি করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করি। যেই মামলার বাদী আমি সুমি বেগম। মামলা নং – ১৪/১১৯ । এর আগে ২০১৫ সালের জানুয়ারি মাসের ১ তারিখে এই দু: চরিত্র মনির হোসেন আমাকে নানাভাবে কু-প্রস্তাব দেয়। ওই ঘটনায় আমি বাদী হয়ে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করি। মূলত এই মামলা দায়ের ও তার প্রস্তাবে রাজি না হওয়ার কারনেই সে শত্রুতা মুলক আমার ও আমার স্বামী আল-আমিনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রশাসনের কাছে দোষী সাব্যস্ত করার মত নোংরা খেলায় মেতে উঠেছে। একই সাথে মনির হোসেন ওই সংবাদে যে তথ্য ও উপাত্ত উল্লেখ করেছে তা সম্পূর্ন  মিথ্য ও বানোয়াট। আমি ও আমার পরিবার ওই মিত্য ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাই আমি অনুরোধ জানাই জাতির বিবেক প্রিয় সাংবাদিকবৃন্দের কাছে যে, আপনারা ভয়ঙ্কর অপরাধী মনির হোসেনের মত ভুয়া সাংবাদিকের কথায় সাধারণ মাষের জীবন ও মানসম্মান নিয়ে ছিনিমিনি খেলবেন না। তাহলে ভবিষ্যতে আমরা কঠোর ভাবে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য।

Explore More Districts