পৌরসভার পানির বিল মিটার সিস্টেমের আওতায় আনা হবে: পৌর প্রশাসক

পৌরসভার পানির বিল মিটার সিস্টেমের আওতায় আনা হবে: পৌর প্রশাসক

চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া‌ বলেছেন, ‘আগামী বছর থেকে চাঁদপুর পৌরসভার পানির বিল মিটার সিস্টেমের আওতায় আনা হবে। তখন পানি খরচের পরিমাণের উপর পৌরবাসীকে বিল দিতে হবে। এই সিস্টেমে যেতে আমাদের আরো এক বছর সময় লাগতে পারে।

২৫ জুন বুধবার দুপুরে চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে আয়োজিত পৌরসভার নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভায় তিনি এ কথা বলেন।

চাঁদপুর পৌর প্রশাসক বলেন, পৌরসভার পানির বিল বৃদ্ধির কারণ নিয়ে অনেকেই কথা বলেছেন। আসলে একত্রে আমাদের কিছু করার নেই। আমরা কখনোই নিজেদের স্বার্থে নগর বাসীর উপর অতিরিক্ত বিল চাপিয়ে দেইনি। সবশেষ ২০১৩ এবং ২০২০ সালে পানির বিল বৃদ্ধি করা হয়। এক্ষেত্রে প্রতি বছর অল্প করে বিল বাড়ানো হলে আজকে এত কথা আসতো না। অনেকেই বলেছেন, বহুতল ভবনের মালিক এবং এক পরিবার ঘরের মালিককে একই বিলি দিতে হচ্ছে। এক্ষেত্রে গরিব পরিবারের জন্য বিল কমানোর প্রস্তাব দিয়েছেন। আসলে এই এ সুবিধা কে পাবে, কে পাবে না সেটা নির্ণয় করা কঠিন। অনেক ধনী লোক নিজেদের গরিব বলে এই সুবিধা নিতে তদবির শুরু করবে। তাই আমরা পৌরসভার পানির বিল মিটার সিস্টেমের আওতায় আনার চেষ্টা করছি।

চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া‌ আরো বলেন, পৌরসভার অনেকগুলো রাস্তা নষ্ট হয়ে গিয়েছে। কিছু কিছু জায়গায় ড্রেনেজ ব্যবস্থা নাযুক হয়ে পড়েছে। এই সমস্যার সবগুলো সমাধানের চেষ্টা চলছে। আমাদের পৌরসভার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। ফলে পৌরসভা অনেক টাকা দেনা রয়েছে। এর থেকে উত্তরণে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি।

চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর পৌর বিএনপির আহবায়ক আক্তার হোসেন মাঝি, টিএলসিসি কমিটির সদস্য রোটারিয়ান কাজী শাহাদাত, বিশিষ্ট চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট তমাল কুমার ঘোষ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম পাটোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সদস্য মামুনুর রশিদ বেলাল, বিপনিবাগ পৌর সুপার মার্কেটের সভাপতি মো. সফি উল্লাহ, পৌরসভার সাবেক কাউন্সিলর মাইনুল ইসলাম পাটওয়ারী, শহর জামাতের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই লাভলু, বিভিন্ন ওয়ার্ডের নারী প্রতিনিধি শাহানারা আক্তার শানু, নাসরিন আক্তার, সানজিদা আক্তার সেতু, ঈশিতা বেগম, রাবেয়া বেগম প্রমুখ।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৫ জুন ২০২৫

Explore More Districts