পেহেলগাঁও হামলাকারীরা ‘এখনও কাশ্মীরের জঙ্গলেই’ লুকিয়ে আছে – DesheBideshe

পেহেলগাঁও হামলাকারীরা ‘এখনও কাশ্মীরের জঙ্গলেই’ লুকিয়ে আছে – DesheBideshe



পেহেলগাঁও হামলাকারীরা ‘এখনও কাশ্মীরের জঙ্গলেই’ লুকিয়ে আছে – DesheBideshe

নয়াদিল্লি, ০২ মে – ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত চারজন এখনও দক্ষিণ কাশ্মিরের জঙ্গলেই লুকিয়ে আছে বলে দাবি করেছে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সেনা ও পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান চালালেও এখন পর্যন্ত এ হামলাকারীদের ধরা যায়নি।

এনআইএর দাবি, হামলাকারীরা সম্ভবত কয়েক দিনের খাবার ও অন্যান্য জিনিসপত্র মজুত রেখেছেন। ফলে নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে তারা এখনও লুকিয়ে থাকতে সক্ষম হচ্ছে।

একইসঙ্গে যোগাযোগের জন্য তারা এমন কিছু সরঞ্জাম ব্যবহার করছে, যাতে সিম কার্ড নেই। এর ফলে তাদের গতিবিধি বা কথোপকথন ট্র্যাক করা সম্ভব হচ্ছে না।

শুক্রবার (২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভারতীয় গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, হামলার আগে সন্ত্রাসীরা অন্তত তিনটি স্যাটেলাইট ফোন ব্যবহার করেছিলেন। পর্যটকদের ওপর হামলার আগে তারা চারটি এলাকায় পর্যবেক্ষণ চালায়। এই এলাকাগুলো হলো বৈসরন, আরু উপত্যকা, বেতাব উপত্যকা এবং একটি স্থানীয় বিনোদন পার্ক।

গোয়েন্দাদের ধারণা, তুলনামূলকভাবে কম নিরাপত্তাকর্মী মোতায়েন থাকার কারণে তারা শেষ পর্যন্ত বৈসরনকে তাদের হামলার স্থান হিসেবে বেছে নেন।

আটক হওয়া হামলাকারীর সহযোগীদের জিজ্ঞাসাবাদে এ তথ্য জানতে পেরেছে এনআইএ। হামলার দুইদিন আগে থেকেই বৈসরন এলাকায় অবস্থান করছিলেন তারা।

পেহেলগাম হামলার তদন্তের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বড় ধরনের তদন্ত কার্যক্রম পরিচালনা করছে এনআইএ। এই অভিযানের নেতৃত্বে আছেন সংস্থার প্রধান সদানন্দ দাটে।

বস্তুত, পহেলগাম হামলার পর একাধিক প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে। সেনাবাহিনী এবং গোয়েন্দা বিভাগের চোখে ধুলো দিয়ে কীভাবে এত বড় হামলা সম্ভব; মূলত সেটাই খতিয়ে দেখছে এনআইএ।

এদিকে বৃহস্পতিবার (১ মে) দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পেহেলগামে যারা ঘৃণ্য সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাদের কাউকে রেহাই দেয়া হবে না। আমরা প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করব।

তিনি বলেন, এটা নরেন্দ্র মোদি সরকার; এই দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটন করা আমাদের সংকল্প এবং তা সম্পন্ন করা হবে। সন্ত্রাসীদের জন্য সবচেয়ে খারাপ সময় আসন্ন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০২ মে ২০২৫

 



Explore More Districts