পেকুয়ায় অস্ত্র নিয়ে ফেসবুকে ভাইরাল : অস্ত্রসহ আটক শীর্ষ সন্ত্রাসী লিটন
সম্প্রতি অবৈধ অস্ত্র হাতে বিভিন্ন হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া পেকুয়ার শীর্ষ সন্ত্রাসী হেলাল উদ্দিন লিটনকে আটক করেছে পেকুয়া থানা পুলিশ।
গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের বাঘগুজারা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে থানা সূত্র।
এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি কাটা বন্দুক ও ১ রাউন্ড ১৩ বোর কার্তুজ উদ্ধার করা হয়।
আটক লিটন পেকুয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম গোঁয়াখালী এলাকার হেলাল উদ্দিনের পুত্র।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে প্রথমে বাঘগুজারা এলাকা থেকে সন্ত্রাসী লিটনকে আটক করে ।
পরে তার স্বীকারোক্তিমতে পেকুয়া সদর ইউনিয়নের নন্দীর পাড়া গ্রামে বাঘগুজারা ব্রিজ হইতে পেকুয়া চৌমুহনীগামী পাকা রাস্তায় নুইন্না-মুইন্না ব্রিজের দক্ষিণে গুরা পুলের পশ্চিম পাশে রাস্তার ঢালে ঝোপের আড়ালে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড ১৩ বোরের কার্তুজ উদ্ধার করে।
পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, “সন্ত্রাসী লিটন এলাকার একজন চিহ্নিত অস্ত্রধারী। ইতিপূর্বে অবৈধ অস্ত্রসহ তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সে পুলিশের নজরে আসে।
আটককৃত আসামি লিটন অস্ত্র, মারামারি মামলা সহ একাধিক মামলার পলাতক আসামি।
তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।