পূর্ব শিলমন্দিতে জমি সংক্রান্ত জেরে বাথরুম ভাঙ্গচুর

পূর্ব শিলমন্দিতে জমি সংক্রান্ত জেরে বাথরুম ভাঙ্গচুর

মোহাম্মদ সেলিম

মুন্সীগঞ্জ পৌরসভাস্থ পূর্ব শিলমন্দি গ্রামে জমিজমা সংক্রান্ত জেরে মোঃ দেলোয়ার হোসেননের নতুন নির্মিত বাথরুম ভেঙ্গে ফেলেছে রাবেয়া খাতুন গংরা। তাতে এখানে দুই পরিবারের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় এখানে রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা করছে গ্রামবাসী।

গেল সোমবার দিন কাকা ডাকা ভোরে এখানে বাথরুম ভাঙ্গা হয় বলে জানা গেছে। এ বিষয়টি মুন্সীগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। থানা কর্তৃপক্ষ উভয়কে কাগজপত্র নিয়ে আসতে বলেছেন বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো বিষয়টি মীমাংসা হয়নি বলে একাধিক সূত্রমতে দাবি উঠেছে।

মোঃ দেলোয়ার হোসেন বিগত দিনে রাবেয়া থাতুন গংয়ের কাছে ৩ শতাংশ জমি বিক্রি করেন। যখন জমিটি চৌহদ্দি অনুযায়ি বিক্রি করেন তখন সেটি একটি পুকুরের অংশ ছিল। পরে সেই পুকুরটি ইতোপূর্বে মাটি ভরাট করা হয়। তখন বিক্রি জমিটি তারা বুঝিয়ে দিতে চান।

কিন্তু রাবেয়া গংরা রাস্তা সংলগ্ন পূর্বে ও পশ্চিমের জমির অংশ দাবি করেন। তাতে আপত্তি জানান মোঃ দেলোয়ার হোসেনের পরিবাররা। এ বিষয় নিয়ে একাধিকবার গ্রামে সালিশ বসে। এ বিষয় নিয়ে রাবেয়া খাতুন মুন্সীগঞ্জ সদর থানায় দ্বারস্থ হন।

পরে থানার মাধ্যমে গ্রাম সালিশের মাদবররা তার খরিদকৃত জায়গা জমির চৌহদ্দি অনুযায়ি পিলার দিয়ে বুঝিয়ে দেন। সেই সময়ে গ্রাম সালিশের মাদবরা ছিলেন শাহাবুদ্দিন ভুইয়াসহ অনেকেই। কিন্তু এরপরেও রাবেয়া খাতুন এ বিষয়টি মানেন না বলে দাবি উঠেছে।

এদিকে রাবেয়া খাতুন খরিদকৃত জমির দলিলের একটি অংশে কাটাকাটি করে নিজ অংশের সুবিধাজনক শব্দ ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। যা মুল দলিল বা মুন্সীগঞ্জ সদর উপজেলা সাব রেজিস্টার অফিসের ভলিয়ম বইয়ে নেই।

এ বিষয়ে দলিল জাল তৈরি করার অভিযোগে রাবেয়া খাতুনের বিরুদ্ধে মোঃ দেলোয়ার হোসেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১নং আমলী) আদালতে মামলা দায়ের করেছেন। মামলা নং হচ্ছে ৪৫।

অন্যদিকে মোঃ দেলোয়ার হোসেন তার নিজ বসত জমিতে বাথরুম তৈরির উদ্যোগ নেন। বাথরুম তৈরির এক পর্যায়ে রাবেয়া খাতুনরা সেই বাথরুমের বিভিন্ন অংশ ভেঙ্গে ফেলেন। আর তাতেই এখানে বিপত্তি ঘটে।

Explore More Districts