পূবাইলে ফ্ল্যাট বাসা থেকে স্কুল শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার – Daily Gazipur Online

পূবাইলে ফ্ল্যাট বাসা থেকে স্কুল শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার – Daily Gazipur Online

মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় একটি ভাড়া বাসা থেকে কালীগঞ্জের ভাটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (০৬ ডিসেম্বর) সকালে মাজুখান পশ্চিমপাড়া এলাকার একটি বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষিকার নাম শাহানা বেগম (৫৭)। তিনি ঢাকার রামপুরা থানার বনশ্রী এলাকার আবদুল আজিজ খানের স্ত্রী। শাহানা বেগম মাজুখান পশ্চিমপাড়া এলাকার ফাল্গুনী ভবনের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় থেকে কালীগঞ্জের ভাটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ওই শিক্ষিকা ফ্ল্যাটটিতে একা বসবাস করতেন। কয়েকদিন ধরে তাকে বাইরে বের হতে না দেখা যাওয়ায় এবং ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা থানায় খবর দেন। পরে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করে লাশ উদ্ধার করে।
লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ছেলে তাওসির আহমেদ খান অনিকের বরাতে এসআই রফিকুল ইসলাম বলেন, শাহানা বেগম প্রায় চার বছর ধরে ওই বাসায় একা ভাড়া থেকে চাকরি করে আসছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং আগে হৃদযন্ত্রে রিং (স্টেন্ট) বসানো হয়েছিল।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts