মোঃদেলোয়ার হোসেন,পূবাইল ও জাহাঙ্গীর আকন্দ,টঙ্গী প্রতিনিধিঃ গাজীপুরের পূবাইলে পাইপভর্তি ট্রাক ছিনতাই মামলায় আন্ত:জেলা ছিনতাই দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে পূবাইল থানা পুলিশ।
মঙ্গলবার রাতে পূবাইল থানাধীন হায়দারাবাদ এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত আসামি হলেন টাঙ্গাইলের সদর থানার বীরপুশিয়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে অহিদ (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর দুপুরে ঢাকা থেকে এক পাইপ ব্যবসায়ীর কেনা পাইপভর্তি একটি পিকআপ টঙ্গী হয়ে পূবাইলের হায়দারাবাদ আসছিলেন। পথে পূবাইলের ৩৯ নম্বর ওয়ার্ডের দিলারটেক রাত ২টার দিকে পৌঁছালে একটি সাদা রংয়ের প্রাইভেটকার ট্রাকটিকে গতিরোধ করে। এসময় ওই গাড়ি থেকে চারজন ছিনতাইকারী ভয়ভীতি দেখিয়ে ট্রাকের চালক ও হেলপারকে তাদের গাড়িতে উঠায়। পরে তাদেরকে মারধর করে হাত পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে পাইপভর্তি ট্রাকটি নিয়ে চলে যায়। এ ঘটনায় পাইপ ব্যবসায়ী বাচচু মিয়া বাদী হয়ে পূবাইল থানায় মামলা করেন।
মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পোস্তগোলা এলাকা থেকে ছিনতাই এ জড়িত অহিদকে গ্রেপ্তার করে পূবাইল থানা পুলিশ। পরে আসামির দেয়া তথ্যমতে ঢাকা পোস্তগোলা এলাকা থেকে পাইপভর্তি ট্রাকটি উদ্ধার করা হয়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, আজ দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
The post পূবাইলে পাইপভর্তি ট্রাক ছিনতাই, আটক ১ appeared first on Daily Gazipur Online.