পূবাইলে নানা আয়োজনে বড়দিন উদযাপন – Daily Gazipur Online

পূবাইলে নানা আয়োজনে বড়দিন উদযাপন – Daily Gazipur Online

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১নং ওয়ার্ড ভাদুন নৈবাড়ি উত্তম মেষপালক গীর্জায় ধর্মীয় ভাব গাম্ভীর্য পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড় দিন উদযাপন করেছে খ্রিষ্টান ধর্মালম্বীরা।
২৫ ডিসেম্বর (বুধবার)সকাল ৯ টায় উত্তম মেষপালক গীর্জায় পাল পুরহিত কুঞ্জন কুইয়ার পরিচালনায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড.নাজমুল করিম খান উপস্থিত থেকে কেক কাটেন। বিশেষ অতিথি ছিলেন ডিসি জিএমপি অপরাধ (দক্ষিণ) এন এম নাসির হোসেন, এসি গাছা ফাহিম আসজাদ,এডিসি অপরাধ দক্ষিণ হাফিজুল ইসলাম,পূবাইল থানার ওসি শেখ মোঃ আমিরুল ইসলাম ও পূবাইল থানা যুবদলের সদস্য সচিব মো.আবুল হোসেন ।
আরও উপস্থিত ছিলেন গীর্জার ভাইস প্রেসিডেন্ট ও দ্যা মেট্রোপলিটন খ্রিষ্টান হাউজিং সোসাইটি লিমিটেড এর পরিচালক এবং নৈপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান মি.সুজয় পিউরিফিকেশন, হারবাইদ খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান মি.তাপস এস কস্তা ,গীর্জার সাধারণ সম্পাদক রঞ্জিত পালমা,মারিয়া সংঘের সভাপতি মালঞ্চ পালমা, খ্রিষ্টান যুব সংঘের সভাপতি প্লাসিড,রঞ্জন পালমাসহ প্রমুখ ।

Print Friendly, PDF & Email

Explore More Districts