পূজা দেবনাথ রচনায় শ্রেষ্ঠ | munshiganjnews.com

পূজা দেবনাথ রচনায় শ্রেষ্ঠ | munshiganjnews.com




পূজা দেবনাথ রচনায় শ্রেষ্ঠ | munshiganjnews.comমোহাম্মদ সেলিম
জেলা গণগ্রন্থগারের রচনা প্রতিযোগিতায় এবার জেলায় প্রথম হয়েছেন পূজা দেবনাথ। পূজা দেবনাথ হচ্ছেন প্রে.প্র.ড.ইয়াজউদ্দিন আহমেদ রে.মডেল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার পিতা ও মাতার নাম হচ্ছে পরিতোষ দেবনাথ ও উর্মি দেবনাথ।

শিক্ষা বর্ষের গেল ১৪ এপ্রিলে বাঙলি জাতির বাঙলা নববর্ষ উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করে জেলা গণগ্রন্থাগার। আর তাতে অংশ নেন পূজা দেবনাথ। সেখানে এই প্রতিযোগিতায় বিচারক মন্ডলির বিচারে সে প্রথম স্থান অধিকার করেন।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে জেলা গণগ্রন্থাগার কর্তৃপক্ষ বিজয়ীদের মাঝে সনদপত্রসহ পুরস্কার তুলে দেন। এই পুরস্কার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রতজ রেখা পত্রিকার উপদেষ্ঠা সম্পাদক মোহাম্মদ সেলিম।
উল্লেখ, এবারের শিক্ষা সপ্তাহের শিক্ষা বিভাগের প্রতিযোগিতায় পূজা দেবনাথ জেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।




Explore More Districts