পুসকাস পুরস্কারের লড়াইয়ে ইয়ামাল, মার্তা পুরস্কারে ফের মনোনীত মার্তা

পুসকাস পুরস্কারের লড়াইয়ে ইয়ামাল, মার্তা পুরস্কারে ফের মনোনীত মার্তা

মনোনীত গোলগুলোর তালিকা এখন ফিফা ডটকমে দেখা ও ভোট দেওয়ার জন্য উন্মুক্ত। গত বছরের মতো দুটি পুরস্কারের বিজয়ী নির্ধারণ করা হবে সমানভাবে—৫০ শতাংশ ভক্তদের ভোট এবং ৫০ শতাংশ ফিফা লেজেন্ডস প্যানেলের ভোটের ভিত্তিতে।

ফুটবলভক্তরা ফিফা ডটকমে নিবন্ধন করে ভোট দিতে পারবেন। নিবন্ধন সম্পন্ন হলে তিনটি সেরা গোলকে ক্রমানুসারে সাজাতে পারবেন। প্রথম পছন্দের গোলকে দেওয়া হবে ৫ পয়েন্ট, দ্বিতীয় পছন্দকে ৩ পয়েন্ট এবং তৃতীয় পছন্দকে ১ পয়েন্ট।

Explore More Districts