বিট পুলিশিং বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ স্লোগানকে সামনে সন্ত্রাস, ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক, জুয়া, বাল্য বিবাহসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার লক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৬ নং কলাকান্দা ইউনিয়ন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রেববার (২৩ মার্চ) বিকেল সারে ৪ টার সময় উপজেলার ৬ নং কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় সিরাজ মার্কেট মিলনায়তনে বিট নং ০৯ এর বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ৬ নং কলাকান্দা ইউনিয়ন বিট পুলিশিং এর সভাপতি ও মতলব উত্তর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি, এবং মতলব উত্তর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক পীর আঃ মান্নান সাগর।
স্বাগত বক্তব্য রাখেন, ৬ নং কলাকান্দা ইউনিয়ন বিট অফিসার এসআই আবুল কালাম আজাদ ও সহকারী বিট অফিসার এএসআই আনোয়ার হোসেন,।
এতে বক্তব্য রাখেন, ৬ নং কলাকান্দা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ সামছুদ্দিন ছৈয়াল, সমাজ সেবক বাবুল তাঁতী,সমাজ সেবক কাশেম বেপারী প্রমূখ।
এসময় কলাকান্দা ইউনিয়ন বিট পুলিশিং এর সাধারণত সম্পাদক আঃ হালিম,কলাকান্দা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার সাইদুর রহমান শিবলু, কলাকান্দা ইউনিয়ন বিট পুলিশিং এর সহ-সভাপতি মোসলেম উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম তাঁতী, কলাকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আঃ কাইয়ুম মালসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ রবিউল হক বলেছেন, বিট পুলিশিং এর কার্যক্রম এর মাধ্যমে পুলিশ এবং জনগনের মধ্যে দুরত্ব কমিয়ে পুলিশকে জনগনের আস্থার আনার জন্যই এই বিট পুলিশিং। এর মাধ্যমে পুলিশ এবং জনগণের সাথে সেতু বন্ধন তৈরি করতে সাহায্য করবে।
আপনারা আপনাদের এলাকায় সন্ত্রাস, ইভটিজিং, কিশোর গ্যাং, মাদক, জুয়া, বাল্য বিবাহসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করেন তাহলে সমাজে অপরাধ প্রবনতা কমে আসবে ইনশাআল্লাহ।
ওসি রবিউল হক আরও বলেন, আমাদের সমাজের চারিত্রিক পরিবর্তন আনতে হবে। চুরি ডাকাতি বন্ধ করতে গতি পরিবর্তন করতে হবে। স্থায়ী সমাধান খুঁজতে হবে। আমরা অপরাধীকে ভালো পথে ফিরিয়ে আনতে হবে। মানুষ জন্মগতভাবে অপরাধী না, সঙ্গ দোষের কারণে খারাপ পথে চলে যায়। আপনার সন্তান কার সাথে মিশে তার লক্ষ্য রাখতে হবে।
আমারা মাদকাসক্ত ব্যাক্তিদেরকে আমরা সংশোধনের পথে আনবো। বর্তমান সমাজে জায়গা সম্পত্তির বিষয়ে সবচেয়ে বেশি সমস্যা। আপনার ছেলের মেয়েদের প্রতি খেয়াল রাখবেন। ইভটিজিং, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স।
পুলিশ এবং জনগন এক সাথে মিলেমিশে কাজ করতে হবে। জনগণের সাথে সেতু বন্ধন তৈরি করতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টায় আমর এই মতলব উত্তর উপজেলাকে নিরাপদ হিসেব গড়ে তুলবো। সামনের পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ যাতে নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেব্যাপারে পুলিশের আন্তরিকতার সহিত কাজ করছে। তিনি বিট পুলিশিং এর কার্যক্রম আরো গতিশীল করতে সমাজের সচেতন দায়িত্বশীল সকলকে এগিয়ে আসার আহবান জানান ।
নিজস্ব প্রতিবেদক,২৩ মার্চ ২০২৫