পুলিশের প্রতি জানসাধারনের আস্থা ফিরিয়ে আনতে হবে -রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার |

পুলিশের প্রতি জানসাধারনের আস্থা ফিরিয়ে আনতে হবে -রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার |

রুবেলুর রহমান, স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম : রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার বলেন, আমি অত্যান্ত সাধারণ ঘরের মেয়ে, গ্রাম থেকে উঠে এসেছি, আমার রক্তে মিশে আছে মাটির গন্ধ তাই প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে জনগণের সেবক হিসেবে আপনাদের রাজবাড়ীর জেলার দায়িত্ব পালন করে যেতে চাই, আপনারা আমার পাশে থাকবেন। প্রত্যেকের ব্যাক্তি নিরাপত্তা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশের প্রতি জানসাধারনের আস্থা পুনঃরায় ফিরিয়ে নিয়ে আসা এবং প্রত্যেক নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। জনসাধারণকে অযথা হয়রানি ও মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া।

এসপি আরো বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী তিন দিন পুলিশের সকল কার্যক্রম বন্ধ ছিল, চেইন অন কমান্ড মোটামুটি ভেঙে পড়েছিল, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর সরকারের আন্তরিক প্রচেষ্টায় পুলিশ আবার কর্মস্থলে ফিরে এসেছে, তারা তাদের দায়িত্ব স্বতঃস্ফূর্তভাবে পালন করছে। ছাত্র জনতার রক্তেভেজা এই নতুন বাংলাদেশ আমরা যেটা পেয়েছি সেটাকে সমন্বিত রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। ছাত্র জনতার বিরলতম গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন এই দেশকে বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলার লক্ষ্যে আমরা সকলে কাজ করে যাবো আপনারা আমাদের সাথে থাকবেন।

ওই সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পদোন্নতীপ্রাপ্ত পুলিশ সুপার রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামানসহ জেলার সাংবাদিকরা।

Explore More Districts