পুলিশের দু’টি অভিযানে মদক উদ্ধার নারীসহ গ্রেফতার-২

পুলিশের দু’টি অভিযানে মদক উদ্ধার নারীসহ গ্রেফতার-২

jessore atok map

যশোর ডিবি পুুলিশ ও ইছালী পুলিশ ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে এক কেজি সাতশ’ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। নিজের কাছে রাখার অভিযোগে এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের মণিরামপুর থানার মদনপুর গ্রামের বক্কার আলীর স্ত্রী ও হোসেনের আলীর মেয়ে লিপি খাতুন ও যশোর শহরের আরএনরোডস্থ আলাউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া মৃত নূর মোহাম্মদ এর ছেলে জাহাঙ্গীর মিয়া। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মাদক আইনে দু’টি মামলায় বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে, এসআই সাদ্দাম হোসেনসহ একদল পুলিশ বুধবার ১৩ ডিসেম্বর দুপুরে শহরের মনিহার মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান শহরের নীলগঞ্জ সুপারিবাগান মোড়স্থ জনৈক ফুল মিয়ার বিসমিল্লাহ নামক খাবার হোটেলের সামনে একজন মহিলা মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে ১২ টায় সেখানে পৌছালে ডিবি’র পোশাক পরিহিত দেখে সেখানে গাঁজা নিয়ে থাকা নারী ব্যবসায়ী পালানোর এক পর্যায় ব্যর্থ হয়। ঘটনাস্থল হতে লিপি খাতুনকে তার হাতে থাকা সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগের মধ্যে থাকা ১ কেজি ৫শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।

অপরদিকে, ইছালী পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে, ওই ক্যাম্পের এক এসআইসহ একদল পুলিশ মঙ্গলবার ১২ ডিসেম্বর বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার হাসিমপুর গ্রামের নূর ইসলামের চায়ের দোকানের সামনে অবস্থান নিয়ে গাঁজা বিক্রির অভিযোগে জাহাঙ্গীর মিয়া নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করে। এ সময় স্থানীয় লোকজনের সামনে জাহাঙ্গীর মিয়ার দখল হতে ২২০গ্রাম গাঁজা উদ্ধার করে।

Explore More Districts