পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া

পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া

চাঁদপুর শহরের শতবর্ষী বিদ্যাপীঠ পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি সোমবার সকালে বিদ্যালয়ে হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ শিক্ষানুরাগী ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ঐতিহাসিক পুরান বাজার জামে মসজিদের খতিব মুফতি ইব্রাহিম খলিল।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা এবং পরামর্শ মূলক বক্তব্য রাখেন, মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হোসাইনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদীয়া জামে মসজিদের খতিয়ান মাওলানা ইলিয়াস ফরিদী, এলাকায় মুরব্বি হারুনুর রশিদ, সাংস্কৃতিক সংগঠক শিপন খান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস বেপারী, চাঁদপুর জেলা বিএনপির সদস্য সোলায়মান ঢালী, সংগীতশিল্পী স্বজন সাহা, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাকসুদুল মাওলা, মধুসূদন উচ্চ বিদ্যালয় মসজিদের পেশ ইমাম ইমরান হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং হামদ ও নাত পরিবেশন করা হয়।

স্টাফ রিপোর্টার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

Explore More Districts