পুমা-ইসরায়েল বিচ্ছেদ

পুমা-ইসরায়েল বিচ্ছেদ

পুমা-ইসরায়েল বিচ্ছেদ

ছবি: সংগৃহীত

২০২৪ সালের পর থেকে ইসরায়েল ফুটবল দলের সঙ্গে আর থাকছে না বিশ্বের অন্যতম ক্রীড়া সামগ্রী প্রতিষ্ঠান পুমা। নতুন বছরের উন্নত পরিকল্পনার অংশ হিসেবেই ইসরায়েলের সঙ্গে ৫ বছরের সম্পর্ক ছিন্ন করছে জার্মান প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান থেকে শুরু করে বিশ্বের অনেক নামী এবং প্রভাবশালী ক্রীড়াব্যক্তিত্বের সাথে চুক্তিবদ্ধ পুমা। সেই পুমাই মুখ ফিরিয়ে নিলো ইসরায়েলের কাছ থেকে। গত ৭ অক্টোবর হামাসের হামলার আগে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছিল বলে রয়টার্সকে জানিয়েছেন পুমার এক মুখপাত্র।

ইমেইলে পাঠানো এক বিবৃতিতে তিনি রয়টার্সকে বলেন, নতুন স্বাক্ষরিত দু’টি জাতীয় দলের তথ্য এ বছরের শেষ দিকে জানানো হবে। এছাড়া ২০২৪ সালে সার্বিয়া ও ইসরায়েলের মতো কয়েকটি দলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে।

এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার ফলে কোম্পানির শেয়ার এবং আয়ের ক্ষেত্রেও বড় রকমের ধস নেমেছে। ২০১৮ সালে ইসরায়েলের ফুটবলের সঙ্গে যুক্ত হয় জার্মানির বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান পুমা। এরপর থেকেই তাদের উপর বয়কটের ডাক আসে।

/আরআইএম

Explore More Districts