পি কে হালদার ইস্যুতে যা বললেন দুদকের আইনজীবী

পি কে হালদার ইস্যুতে যা বললেন দুদকের আইনজীবী

বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ দিয়েই কলকাতায় বাড়ি কিনেছেন পি কে হালদার; কলকাতা পুলিশ এ তথ্য নিশ্চিত করলে তার বাড়িগুলো জব্দ করতে আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন দুদকের মূখ্য আইনজীবী খুরশিদ আলম খান।

শনিবার (১৪ মে) সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান দুদকের এই আইনজীবী।

খুরশিদ আলম বলেন, যদি কলকাতা পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য-উপাত্তে নিশ্চিত হই যে এই টাকাগুলো বাংলাদেশ থেকে গিয়েছে এবং বাংলাদেশি টাকায় সে বাড়ি তৈরি করেছে। তাহলে সে তথ্য-উপাত্তের ভিত্তিতে দুদকের পক্ষ থেকে আদালতের শরণাপন্ন হব। আদালতের কাছে সেই বাড়িগুলো আমরা জব্দের নির্দেশ চাইবো।

প্রসঙ্গত, দেশ থেকে হাজার কোটি টাকা পাচারকারী প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারকে পশ্চিমবঙ্গে গ্রেফতারের দাবি করেছে দেশটির গোয়েন্দারা। শনিবার (১৪ মে) বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে দাবি করে তারা।

আরও পড়ুন: দেশ থেকে হাজার কোটি টাকা পাচারকারী পি কে হালদার পশ্চিমবঙ্গে গ্রেফতার!

এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপক পিকে হালদার। প্রায় ৩০০ কোটি টাকার মুদ্রা পাচার ও ১২৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন মামলায় এতদিন পলাতক ছিলেন তিনি।

জেডআই/

Explore More Districts