ভারতে গ্রেফতার হওয়া পি কে হালদারকে দেশে ফেরাতে সরকারের সদিচ্ছা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ ধরনের আসামিকে ফেরাতে নির্ধারিত কাঠামো আছে বলেও জানান তিনি।
সোমবার (১৬ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন-পর্যালোচনা শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ছাড়াও অর্থ বিভাগের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সিনিয়র কর্মকর্তারা এ সময় লক্ষ্যমাত্রা অর্জন এবং তা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা করেন।
পরে পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকে জানান, কূটনৈতিক চ্যানেলে পি কে হালদারের গ্রেফতারের বিষয়টি এখনও ঢাকাকে জানায়নি দিল্লি। বন্দি বিনিময় চুক্তি থাকায় আইনি কাঠামো মেনে তাকে যথাসম্ভব দেশে ফেরাতে সরকার চেষ্টা করবে বলেও জানান এ কে আব্দুল মোমেন।
/এমএন