পিরোজপুর জেলা যুবদলের ২ আহ্বায়কসহ তিন নেতা বহিষ্কার

পিরোজপুর জেলা যুবদলের ২ আহ্বায়কসহ তিন নেতা বহিষ্কার

৩০ June ২০২৫ Monday ৯:৪৩:১৭ PM

Print this E-mail this


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলা যুবদলের ২ আহ্বায়কসহ তিন নেতা বহিষ্কার

পিরোজপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির তিন নেতাকে সংগঠনের নীতি পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন দুই যুগ্ম আহ্বায়ক ও একজন সদস্য।

বৃহস্পতিবার (২৬ জুন) কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের অনুমোদনে পিরোজপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কামরুজ্জামান তুষারকে আহ্বায়ক এবং এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করা হয়। একইসঙ্গে ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক এবং বাকিদের সদস্য হিসেবে রাখা হয়।

তবে কমিটি ঘোষণার কিছুক্ষণের মধ্যেই বৃহস্পতিবার রাতেই কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল খান ডালিমকে দলীয় সকল পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়। একইসঙ্গে তাকে প্রাথমিক সদস্য পদ থেকেও সাময়িক অব্যাহতি দিয়ে দলীয় কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়।

পরে রোববার (২৯) জুন আরেক দফা বহিষ্কারের বিজ্ঞপ্তিতে কমিটির যুগ্ম আহ্বায়ক মো. অলিউল ইসলাম মিলন এবং সদস্য মো. আরিফুল হককে একইভাবে সাময়িকভাবে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়। এ সিদ্ধান্তও কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনে প্রকাশ করা হয়।

বিষয়টি নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেটা সঠিক মনে করেছেন সেটিই করেছেন। এ বিষয়ে জেলা নেতৃবৃন্দের কোনো মতামত নেই। তবে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে কেন্দ্রীয় পর্যায়ে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে বিচলিত হওয়ার কিছু নেই।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts