পিরোজপুরে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতন ও চাঁদা আদায় দলিলে ও চেকে স্বাক্ষর

পিরোজপুরে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতন ও চাঁদা আদায় দলিলে ও চেকে স্বাক্ষর

২ July ২০২৫ Wednesday ৬:৩৫:৫৮ PM

Print this E-mail this


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতন ও চাঁদা আদায় দলিলে ও চেকে স্বাক্ষর

পিরোজপুরের সদর উপজেলার কলাখালীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে দোকান থেকে জোড় করে তুলে নিয়ে গিয়ে নির্যাতন ও চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ সময় সন্ত্রাসীরা স্বর্ণ ব্যাবসায়ী নেপাল মজুমদারের আটকে রেখে তার স্ত্রী অপর্ণা মজুমদার ও মেয়ে তমা মজুমদারের কাছে থেকে সাদা দলিলে ও তার ব্যবহৃত ব্যাংকের চেক বইয়ে জোড় পূর্বক স্বাক্ষর রেখেছে। এ বিষয়ে স্বর্ণ ব্যাবসায়ী নেপাল মজুমদার থানায় লিখিত অভিযোগ দিলে বর্তমানে সন্ত্রাসীরা তার স্ত্রীকে ও মেয়েকে তুলে নিয়ে যাওয়া সহ তাদের নানাভাবে হুমকি দিচ্ছে।

অভিযোগ করে স্বর্ণ ব্যাবসায়ী নেপাল মজুমদার জানান, সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া বাজারে তার ব্যাবসায়ী প্রতিষ্ঠান থেকে গত ২৬ জুন দুপুরে স্থানীয় সন্ত্রাসী সাব্বির আহমেদ কাজী তার সাথে স্থানীয় আসাদুজ্জামান কাজী রঞ্জু, রিয়াজ কাজী, হাবিব শেখে, হানিফ শেখ, এমদাদ খান, শাওন খান , রাসেল খান, সবুজ হাওলাদার, সজিব তালুকদার, তাইয়েন মোল্লা ও সাজু নামের লোকজন নিয়ে এসে তাকে জোড় পূর্বক দোকান থেকে তুলে নিয়ে যায়। পরে স্থানীয় মান্নু খান নামের এক ব্যক্তির বাগানে নিয়ে তাকে মারধর করে এবং আটকে রেখে মোবাইল ফোনে মারধরের ভিডিও করে রাখে। এরপর সন্ত্রারীরা তার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করার পরে তার পরিবারের লোকজনের সাথে কথা বলে ১ লক্ষ টাকা দিয়ে দিলে বলছে তাকে ছেড়ে দেবার কথা বলে। কখন ১ লক্ষ টাকা নিয়ে আসলে সন্ত্রাসীরা পরে তাবার ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে । তখন এতো টাকা দিতে পারবোনা বলতে তারা তাকে আবার মারধর করে । এ সময় তার স্ত্রী ও মেয়ে ২ লক্ষ টাকা দিবে বললে তাকে মারধরে করা বন্ধ করে এবং সাদা দলিলে  এবং কৃষি ব্যাংকের একটি চেক বইয়ে কয়েকটি পাতায় স্বাক্ষর রাখে। ২৭ জুন রাতে সন্ত্রাসীদের কাছ থেকে তিনি তার স্ত্রী ও মেয়েকে নিয়ে কৌশলে পালিয়ে আসে পিরোজপুর সদর থানায় অভিযোগ দেন।

পিরোজপুর সদর থানার ওসি মো: রবিউল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা গ্রহণ করা হয়েছে এবং ২ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য সকল আসামীদের গ্রেপ্তার চেষ্টা করছে পুলিশ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts