পিরোজপুরে সুপারি পাড়া নিয়ে বিরোধ, ভাতিজার দা*য়ের কো*পে চাচা আ*হ*ত

পিরোজপুরে সুপারি পাড়া নিয়ে বিরোধ, ভাতিজার দা*য়ের কো*পে চাচা আ*হ*ত

১২ October ২০২৫ Sunday ৩:০৭:০৪ PM

Print this E-mail this


ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরে সুপারি পাড়া নিয়ে বিরোধ, ভাতিজার দা*য়ের কো*পে চাচা আ*হ*ত

পিরোজপুরের ইন্দুরকানীতে সুপারি পাড়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার দায়ের কোপে চাচা ধীরেন্দ্র নাথ বৌদ্ধ (৫০) গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, ধীরেন্দ্র নাথ বৌদ্ধ তার নিজস্ব বাগানের সীমানার মধ্যে সুপারি পাড়ছিলেন। এ সময় একই এলাকার হরোলাল বৌদ্ধের ছেলে ও তার ভাতিজা সোহাগ বৌদ্ধ সুপারি গাছ নিজের দাবি করে পাড়তে বাধা দেন। একপর্যায়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হলে উত্তেজিত হয়ে সোহাগ তার হাতে থাকা দা দিয়ে ধীরেন্দ্র নাথকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা ধীরেন্দ্র নাথকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

আহত ধীরেন্দ্র নাথ বৌদ্ধ জানান, আমি আমার জমির ভিতরে সুপারি পাড়ছিলাম। হঠাৎ ভাতিজা এসে গাছ নিজের দাবি করে বাধা দেয় এবং একপর্যায়ে দা দিয়ে কোপায়।”

অভিযুক্ত সোহাগ বৌদ্ধকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেও কথা না বলে কেটে দেন।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, বিষয়টি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts