পিরোজপুরে সড়ক ও জনপদ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

পিরোজপুরে সড়ক ও জনপদ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

৮ July ২০২৫ Tuesday ৯:৫৬:২৬ PM

Print this E-mail this


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে সড়ক ও জনপদ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

পিরোজপুরে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)-এর উচ্ছেদ অভিযানে রাস্তার পাশের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) শহরের সিও অফিস মোড় থেকে পিরোজপুর রানিপুর মোড় পর্যন্ত এ অভিযান চালানো হয়। এসব এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সওজ কর্তৃপক্ষ।

অভিযানে পিরোজপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এবং পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি. এম. রাজিমুল আলীম রাজু-সহ সওজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা এসব স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের জমির সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়। এক সপ্তাহ আগে উচ্ছেদের বিষয়ে সতর্ক করা হয়েছিল। এর আগে শহরের কয়েকটি স্থানে দুইবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। আবারও অবৈধ স্থাপনা করা হলে জরিমানা এবং উচ্ছেদ—দুটোই করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts