পিরোজপুরে সংস্কারের পর সড়ক দেবে মরণফাঁদ

পিরোজপুরে সংস্কারের পর সড়ক দেবে মরণফাঁদ

৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার ৫:০৩:৩৮ অপরাহ্ন

Print this E-mail this


পিরোজপুরে সংস্কারের পর সড়ক দেবে মরণফাঁদ

পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার টগরা-ইন্দুরকানি-কলারণ-সন্ন্যাসী সড়কের ঘোষের হাট এলাকায় সংস্কারের পরও একাংশ দেবে গিয়ে সেখানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। নিতান্তই ঝুঁকি নিয়েই চলছে যানবাহন ও মানুষজন। সড়কের দেবে যাওয়া অংশ পার হওয়ার সময় গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটছে। এহেন পরিস্থিতিতে দ্রুত সড়কটি পুনঃসংস্কারের দাবি জানিয়েছেন পথচারী ও এলাকাবাসী। দ্রুতই সড়কের ওই অংশ সংস্কার করা না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্থানীয়রা জানায়, চার মাস আগে সড়কটির সংস্কার কাজ শেষ হয়। শেষ হওয়ার কয়েক দিন পর উপজেলার ঘোষের হাট এলাকার জাকির হোসেনের বাড়ির সামনে সড়কের ৩০০ ফুট জায়গায় ফাটল ধরে। এরপর দেবে যায় সড়কের ওই অংশ। যানবহানকে সড়কের অন্যপাশ দিয়ে অতি সতর্কতার সাথে ওই অংশটি পার হতে হয়। একসঙ্গে দুটি গাড়ি সড়কের অতিক্রম করতে পারে না।

ব্যাটারিচালিত ইজিবাইকচালক হাফিজুল ইসলাম বলেন, উপজেলার প্রধান সড়ক এটি। এই সড়ক দিয়ে উপজেলা সদর থেকে জেলা সদরে, হাসপাতালে, হাটবাজার ও ইউনিয়ন পরিষদে যাতায়াত করতে হয়। এ ছাড়া বাগেরহাটের শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে এ সড়ক দিয়ে লোকজন যাতায়াত করে। এই সড়ক দিয়ে যাত্রীবাহী বাস, ট্রাকসহ প্রতিদিন ৫০০ যানবাহন চলে। বিগত তিন মাস ধরে সড়কটির এমন বেহাল অবস্থা। অথচ সংস্কারের কোনো উদ্যোগ নেই।

সরেজমিনে দেখা গেছে, সড়কটির ঘোষের হাট এলাকায় কয়েকটি স্থানে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। কয়েকটি স্থানে ফাটলের কারণে সড়ক দেবে গেছে। কোথাও গর্ত হয়ে গেছে। সড়কটি দিয়ে একটি গাড়ি চলাচল করলে আরেকটি গাড়িকে অপেক্ষা করতে হয়। দেবে যাওয়া অংশ দিয়ে যানবাহন চলাচল করার সময় গাড়ি হেলে যায়।

উপজেলার ঘোষের হাট গ্রামের জাকির হোসেন বলেন, দ্রুত সংস্কার করা না হলে সড়কের এই অংশ ভেঙে খালের ভিতর গিয়ে পড়বে। তিনি বলেন, গত শনিবার যাত্রী নিয়ে একটি ইজিবাইক উল্টে যায়। আহত হন দুই যাত্রী।

ইন্দুরকানি উপজেলা পরিষদ চেয়ারম্যান এম মতিউর রহমান বলেন, সড়কটির ফাটল ধরা অংশ দ্রুত সংস্কার করা না হলে খালে বিলীন হয়ে যাবে। তখন উপজেলার সাথে জেলা সদরের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পিরোজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, সড়কের কিনার দিয়ে খাল চলে যাওয়ায় সড়কে ফাটল ধরেছে। মেসার্স মাহফুজ খান লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কের সংস্কার করেছে। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে ভেঙে যাওয়া অংশ মেরামত করে দিতে বলেছি। তারা কয়েক দিনের মধ্যেই হয়তো কাজ শুরু করবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts