২০ June ২০২৫ Friday ১:১০:৫৭ PM | ![]() ![]() ![]() ![]() |
ইন্দুরকানি ((বরগুনা) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানিতে কয়লাবোঝাই ট্রাকের ভারে একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে কলারন-সন্ন্যাসী-মোরেলগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তবে এ দুর্ঘটনায় ট্রাকের কেউ আহত হননি।
শুক্রবার (২০ জুন) ভোর ৪টার দিকে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নে কলারন সন্ন্যাসীর মালবাড়ি নামক স্থানে খালের ওপর নির্মিত সেতু ধসে পড়ে।
জানা যায়, রাত আড়াইটার দিকে প্রায় ২৭ টন কয়লাবোঝাই ট্রাক পারাপারের সময় স্টিলের ব্রিজটি ভেঙে যায়। এতে ইন্দুরকানি, কলারন সন্ন্যাসী হয়ে মোরেলগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো পথচারী। বর্তমানে সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানান, ইন্দুরকানি মালবাড়ির এ ব্রিজটি অনেক দুর্বল ছিল। পাঁচ টনের বেশি যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অতিরিক্ত কয়লাভর্তি ট্রাক সেতুতে ওঠার পরই ভার বহন করতে না পারায় ভেঙে পড়ে। ট্রাকটি বর্তমানে ব্রিজসহ খালে পড়ে রয়েছে। সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |