পিরোজপুরে বিএনপিকে নিয়ে পোস্ট দেওয়ায় বৈষম্যবিরোধী কর্মীকে মারধর

পিরোজপুরে বিএনপিকে নিয়ে পোস্ট দেওয়ায় বৈষম্যবিরোধী কর্মীকে মারধর

১৩ July ২০২৫ Sunday ৩:২৯:০০ PM

Print this E-mail this


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে বিএনপিকে নিয়ে পোস্ট দেওয়ায় বৈষম্যবিরোধী কর্মীকে মারধর

পিরোজপুরের নেছারাবাদে বিএনপিকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়ায় মারুফ সিয়াম নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে মারধর করে থানায় সোপর্দ করার অভিযোগ উঠেছে। বিষয়টি আজ রবিবার (১৩ জুলাই) সকালে ওসি বনি আমিন নিশ্চিত করেছেন।

ঘটনাটি শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় স্বরূপকাঠি ফেরিঘাট এলাকায় ঘটেছে। আহত সিয়ামকে শনিবার রাতে নেছারাবাদ থানা পুলিশ ছেড়ে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, “সিয়াম ফেসবুকে বিএনপিকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিল। 

সন্ধ্যার দিকে তার ফেরিঘাট এলাকায় থাকা একটি চায়ের দোকানে ছাত্রদলের কয়েকজন এসে দোকান ভাঙচুর করে এবং তাকে মারধর করে। সে সবার পায়ে পড়ে ক্ষমা চেয়েছিল, তবুও তাকে থানায় নিয়ে যাওয়া হয়।”

নেছারাবাদ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাজু আহমেদ বলেন,“সিয়াম ফেসবুকে বিএনপি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিল। এরপর স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন তাকে মারধর করে থানায় নিয়ে যায়।”

এক বৈষম্যবিরোধী ছাত্রনেতা, নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধেই কটূ মন্তব্যকে সমর্থন করি না। সিয়ামের পোস্ট দেয়া ঠিক হয়নি। 

তবে তার জন্য আইন রয়েছে, প্রশাসন রয়েছে তাকে মারধর করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” এ বিষয়ে নেছারাবাদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান আহমেদ সজিব বলেন, “এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই।”

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন বলেন, “ছেলেটি বিএনপি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিল এই কারণে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কিছু লোক তাকে ধরে থানায় নিয়ে আসে। বিষয়টি দুপক্ষের মধ্যে সমাধান হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts