পিরোজপুরে নৌকার সমর্থকদের হামলায় নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

পিরোজপুরে নৌকার সমর্থকদের হামলায় নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

১৩ ডিসেম্বর ২০২৩ বুধবার ১:৫৫:৪৬ পূর্বাহ্ন

Print this E-mail this


পিরোজপুরে নৌকার সমর্থকদের হামলায় নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

পিরোজপুরে নৌকার প্রার্থীর সমর্থকদের হামলায় লালন ফকির (২৭) নামে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী নিহতের ঘটনায় হত্যা মামলা করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় সদর থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের বাবু শেখকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে প্রধান আসামি বাবু শেখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অন্য দুজন হলেন জাহিদ হাওলাদার ও মো. সবুজ।

নৌকার সমর্থকদের হামলায় নিহত লালন স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেনমামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান বলেন, নিহত লালন ফকিরের পক্ষে তাঁর কোনো স্বজনকে বাদী হিসেবে পাওয়া যায়নি। পরে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে। ইতিমধ্যে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় পাঁচজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে সদর উপজেলার রানীপুর গ্রামের বটতলা এলাকায় আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য শ ম রেজাউল করিমের সমর্থক বাবু শেখের নেতৃত্বে একদল যুবক লালন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে তাঁর ডান পা, হাত ও বুকে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই রাতেই তাঁকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।

পারিবারিক সুত্রে জানা যায় মঙ্গলবার রাত ৮টায় নিহতের জানাজা অনুষ্ঠিত হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts