পিরোজপুরে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে র‌্যালী ও কর্মশালা

পিরোজপুরে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে র‌্যালী ও কর্মশালা

২১ January ২০২৫ Tuesday ৬:১৩:৪০ PM

Print this E-mail this


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে র‌্যালী ও কর্মশালা

এসো দেশ বদলাই পৃশিবী বদলাই স্লোগানে পিরোজপুরে তারুন্যের উৎসব উদযাপন উপলক্ষে র‌্যালী ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা স্ট্রেডিয়াম থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় মিলিত হয়।

র‌্যালী পরবর্তি তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শির্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলাউদ্দিন ভূঞা জনী এর সভাপতিত্বে এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো: মিজানুর রহমান। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক বলেন তারুন্যোর ভাবনায় আগামীর বাংলাদেশ সম্পর্কে বলতে চাই তারুন্যের শক্তিতে বলিয়ান হয়ে এদেশে আসবে টেকসই মুক্তি, অর্জিত হবে সাম্য এবং মানবিক মর্যাদার চিরস্থায়ী বন্দোবস্ত।

তাই আজ সময় এসেছে তারুন্যের ভাবনায় বাংলাদেশ বির্নিমানের। তারুন্যের শক্তি কথাটির পূর্নতা পায় যখন কোন সমাজে তরুনরা চিন্তা ভঅবনায় সত্যিকারের তরুন হয়।

একজন তরুন এমন ভাবে স্বপ্ন দেখে যেখানে খেটে খাওয়া মানুষ ন্যায্য মূল্য পাবে, যেখানে কারো বাক স্বাধীনতা হরণ করা হবেনা। যেখানে মানুষ নিজের ভোট স্বত:পূর্তভঅবে দিতে পারবে। এদেশে শিক্ষার অধিকার নিশ্চিত হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts