পিরোজপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোবাইল কোর্টে ১৫ মাসের কারাদণ্ড

পিরোজপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোবাইল কোর্টে ১৫ মাসের কারাদণ্ড

৭ October ২০২৫ Tuesday ১২:৩২:৪১ PM

Print this E-mail this


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোবাইল কোর্টে ১৫ মাসের কারাদণ্ড

পিরোজপুরে ২০০ গ্রাম গাঁজাসহ মো. রুবেল শেখ (৩৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে ১৫ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন হোরেরহাওলা এলাকা থেকে তাকে আটক করা হয়। রুবেল শেখ হোরেরহাওলা ওই এলাকার মো. আব্দুস সোবাহান শেখের ছেলে।

পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মো. আসাদুর রহমানের নেতৃত্বে গঠিত রেইডিং টিম সদর উপজেলার এসিল্যান্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমীনের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে গাঁজা সংরক্ষণের অপরাধে রুবেলকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন জানান, মোবাইল কোর্টের অভিযানে মাদকসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করে ১৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে এবং আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. আসাদুর রহমান জানান, রুবেল শেখের বিরুদ্ধে এর আগেও দুইটি মাদক মামলা রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts