৩০ মার্চ ২০২৪ শনিবার ৫:১৩:২০ অপরাহ্ন |
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, চাপাতি, হাতুড়ি ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে শনিবার দুপুরে পুলিশের পক্ষ থেকে সদর থানায় একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে পিরোজপুর পৌর শহরের কৃষ্ণচূড়ার মোড় এলাকায় কিশোর গ্যাংয়ের এক গ্রæপের সদস্যরা অন্য গ্রæপের এক কিশোরকে একা পেয়ে ২০/২৫ জন কিশোর তাদের সঙ্গে থাকা লোহার রড, হাতুড়ি দিয়ে এলোপাথারী পিটিয়ে গুরুতর হাড়ভাঙ্গা জখম করে। পুলিশ সংবাদ পেয়ে এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষন করে ঘটনার সাথে জড়িত ১৫ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, চাপাতি, হাতুড়ি উদ্ধার করা হয়।
এ বিষয়ে আহত কিশোরের মা মোসা: শিউলি বেগম বাদী হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ শুক্রবার রাতে অভিযান চলিয়ে মো. লিমন হাওলাদার (১৫), জিসান (১৭), সয়ন রায় (১৬), বাকিদ ইসলাম (১৭), জাকারিয়া শেখ (১৬), মো. সাকিব হাওলাদার (১৬), শামীম সেখ (১৬), মো. হামজা এস্কাদার (১৪), মো. রিফাত মাহমুদ (১৭), শাহরিয়ার রাতুল (১৮), কাওসার মীধা (১৮), সাগর হাওলাদার (১৮), মো. মুন্না জমাদ্দার (১৮), মো. মফিজুল ইসলাম (৩০), মো. আমিরুল(২০) নামে ১৫ জনকে গ্রেফতার করে।
অন্যদিকে, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দুই কিশোর-কিশোরী বলেশ্বর নদীর পাড়ে এলাকায় গেলে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য তাদেরকে একসাথে দেখে ধাওয়া করে কিশোরীর কাছ থেকে জোর করে ১৫০০ টাকা নিয়ে যায় এবং সাথে থাকা কিশোরটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক করে তার পরিবারের কাছে মোটা অংকের চাঁদা দাবী করে। পরে তার (কিশোর) পরিবার ৩১০০ টাকা দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের পিতা মো. লিয়াকত আলী সরদার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় অভিযোগ দিলে পুলিশ উক্ত কিশোরকে পৌর শহরের খুমুরিয়া এলাকার বলেশ্বর নদীর তীরস্থ শামিম ভিলা থেকে উদ্ধার করে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এজাহার নামীয় ৩ জনকে গ্রেফতার করে এবং চাঁদার ৩১০০ টাকা উদ্ধার করে।
এ ঘটনায় পুলিশ কিশোর গ্যাংয়ের সদস্যরা রাতুল ইসলাম তুর্য (২০), দিব্য মৃধা (২০) এবং শান্ত দত্ত (১৯) নামে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অপহরণ ও চাাঁদবাজীর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মুকিত হাসান খান জানান, দুটি পৃথক ঘটনায় অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজ করা হয়েছে। কিশোর গ্যাংয়ের বাকী সদস্য ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, কিশোরদের গ্রেফতার করার ঘটনায় তাদের পরিবারের স্বজনরা শনিবার দুপুরে সদর থানার সামনে ভীড় জমায় এবং ক্ষোভ প্রকাশ করে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |