পিটিআইয়ের সোশ্যাল মিডিয়া টিমের সদস্য সানাম জাভেদ গ্রেপ্তার – DesheBideshe

পিটিআইয়ের সোশ্যাল মিডিয়া টিমের সদস্য সানাম জাভেদ গ্রেপ্তার – DesheBideshe

পিটিআইয়ের সোশ্যাল মিডিয়া টিমের সদস্য সানাম জাভেদ গ্রেপ্তার – DesheBideshe

ইসলামাবাদ, ০৭ অক্টোবর – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সোশ্যাল মিডিয়া টিমের সদস্য সানাম জাভেদকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) পেশাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানিয়েছে, গাড়ি থামিয়ে সানাম জাভেদকে জোরপূর্বক নামিয়ে গ্রেপ্তার করা হয়।

পিটিআই নেতাদের বর্ণনা অনুযায়ী, পেশাওয়ারের এক ব্যস্ত সড়কে দুটি গাড়ি এসে সানাম জাভেদের গাড়ির পথরোধ করে।

পিটিআই নেতা শেখ ওয়াকাস আকরাম সামাজিক যোগযোগমাধ্যম এক্সে লিখেছেন, সানাম জাভেদকে জোর করে গাড়ি থেকে টেনে নামানো হয় এবং তার ইচ্ছার বিরুদ্ধেই অন্য গাড়িগুলোর একটিতে তুলে নেওয়া হয়।

তিনি আরও লিখেছেন, ঘটনাটি প্রকাশ্য সড়কে, মানুষের চোখের সামনেই ঘটে এবং এতে তার সহযাত্রীরা হতবাক হয়ে পড়েন।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৭ অক্টোবর ২০২৫



Explore More Districts