পিএবি সড়কে আহত ব্যক্তির মৃত্যু – দৈনিক আজাদী

পিএবি সড়কে আহত ব্যক্তির মৃত্যু – দৈনিক আজাদী

দক্ষিণ চট্টগ্রামের পিএবি সড়কে দুর্ঘটনায় আহত আব্দুর রহিম (৪৮) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে পিএবি সড়কের ডাকপাড়ার আনোয়ারার অংশে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় পথচারীরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর পৌনে একটার দিকে তার মৃত্যু হয়।

মৃত আব্দুর রহিম (৪৮) কক্সবাজারের রামু থানার গর্জনীয়া ইউনিয়নের বড় গর্জনীয়া এলাকার মৃত জাকের আহমেদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময়ে ডাকপাড়া এলাকার আনোয়ারার অংশে সিএনজি ও একটি ট্রলি গাড়ির মুখোমুখি সংঘর্ষে হলে সিএনজির যাত্রী আব্দুর রহিম গুরুত্বর আহত হন। আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার স্থানটি আনোয়ারার শুরুতে ও কর্ণফুলীর শেষ প্রান্ত হওয়ায় দুই থানা পুলিশ বিভ্রান্তিতে পড়েছিল। পরে দুই থানা পুলিশ গভীর পর্যবেক্ষণ করে আনোয়ারার অংশে পড়ায় লাশের আইনি প্রক্রিয়া আনোয়ারা থানা পুলিশ শেষ করবেন বলে জানা গেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ঘটনাটি আনোয়ারার অংশে পড়ায় লাশটি আনোয়ারা থানায় নেওয়া হবে।

Explore More Districts