
বান্দরবানের রোয়াংছড়িতে তুইচা ঝিরি (খাল) পার হওয়ার সময় পাহাড়ি ঢলে ভেসে গেছেন মা ও মেয়ে।
জানা গেছে, ৪নং নোয়াপতং ইউনিয়নের ৮নং ওয়ার্ড ক্রংলাই পাড়ার স্থায়ী বাসিন্দা মাহ্লা খেয়াং (৪২) ও তার মেয়ে মানু খেয়াং (১৬) বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকালে নিখোঁজ হন।পরে খবর পেয়ে স্থানীয়রা মেয়ের লাশ উদ্ধার করলে ও নিখোঁজ রয়েছেন মা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের দূর্গম এলাকার ক্রংলাং পাড়ার বাসিন্দা মাহ্লা খেয়াং ও তার মেয়ে মানু খেয়াং জুমের কাজ শেষে বাড়ি ফেরার পথে তুইচা খাল পার হওয়ার সময় পাহাড়ি ঢলে ভেসে যান।
খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুজির পর মেয়ের লাশ পেলেও মাকে পাওয়া যায়নি। রোয়াংছড়ি থানার এসআই সাইফুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
এসএম