পাল্টা জবাবে ইসরায়েলে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন – DesheBideshe

পাল্টা জবাবে ইসরায়েলে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন – DesheBideshe



পাল্টা জবাবে ইসরায়েলে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন – DesheBideshe

সানা, ০৭ জুলাই – ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। পাল্টা জবাবে ইসরায়েলে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন।

সোমবার (৭ জুলাই) টেলিগ্রামে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠার পর ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা করা হয়েছে।

এর আগে, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ, রাস ইসা ও সাইফ বন্দরসহ একটি বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালায় ইসরায়েল। গত প্রায় এক মাসের মধ্যে ইয়েমেনে এটিই প্রথম ইসরায়েলি হামলা।

হামলার পর হুতির এক মুখপাত্র বলেন, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন, ইয়েমেনের পরিণতি তেহরানের মতই হবে। ইসরায়েলকে যে কেউ আঘাতের চেষ্টা করলে নিজেই আঘাত পাবে। যারা ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে, তাদের সেই হাত কেটে ফেলা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান–সমর্থিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েল ও লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে আসছে। হুতি বলছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এসব হামলা করা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৭ জুলাই ২০২৫

 



Explore More Districts