পাল্টাপাল্টি ড্রোন হামলায় অনিশ্চিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি

পাল্টাপাল্টি ড্রোন হামলায় অনিশ্চিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি

প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতির পর ইউক্রেন ও রাশিয়াী মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ইউক্রেনের বেশ কিছু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন ও রাশিয়ার এক তেল শোধনাগারে অগ্নিকাণ্ড ঘটে।

রোববার (১৬ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এন  তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও ইউক্রেনে পাল্টাপাল্টি ড্রোন হামলা চলছে। এ হামলার ফলে প্রস্তাবিত যুদ্ধবিরতিও অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে।

বিজ্ঞাপন

ইউক্রেনের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, শনিবার রাশিয়া ১৭৮টি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে ১৩০টি ড্রোন ইউক্রেন ভূপাতিত করেছে, তবে বেশ কয়েকটি ড্রোন বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে।

ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক ও ওডেসা অঞ্চলে বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির এক বেসরকারি বিদ্যুৎ কোম্পানি। কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, দ্রুত তা পুনরুদ্ধারের চেষ্টা চলছে।

অন্যদিকে, ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে। রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলার পর একটি তেল শোধনাগারে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে ২০০ জনের বেশি দমকল কর্মী কাজ করেছেন।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতির মধ্যেই চলছে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি নিয়ে মার্কিন দূতের সঙ্গে আলোচনা করেছেন পুতিন।

তিনি জানিয়েছেন, কিছু শর্ত পরিষ্কার করা হলে মস্কো যুদ্ধবিরতিতে সম্মত হতে পারে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অভিযোগ, রাশিয়া শুধু সময়ক্ষেপণ করছে এবং আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে চাইছে। তিনি বলেন, যদি রাশিয়া এই প্রস্তাবে রাজি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র থেকে কঠোর ও সরাসরি প্রতিক্রিয়া আসবে।

Explore More Districts