পায়রা নদীতে ধরা পড়ল বিশাল আইড়,বিক্রি হোলো ৭ হাজার টাকায়

পায়রা নদীতে ধরা পড়ল বিশাল আইড়,বিক্রি হোলো ৭ হাজার টাকায়

২ October ২০২৫ Thursday ৫:০৮:০৩ PM

Print this E-mail this


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

পায়রা নদীতে ধরা পড়ল বিশাল আইড়,বিক্রি হোলো ৭ হাজার টাকায়

বরগুনার পায়রা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকারের একটি আইড় মাছ। মিঠা পানিতে ধরা পড়া মাছটির ওজন সাড়ে ছয় কেজি।

বুধবার (১ অক্টোবর) শেষ বিকেলে জেলার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের পায়রা নদীতে সুস্বাদু এই মাছটি ধরা পড়ে। 

স্থানীয় ছোট একটি নৌকা জালের মাঝি রাসুর জালে মাছটি ধরা পড়ে। পরে ঘাটে ভিড়তে স্থানীয় রাজু নামে একজন ৭ হাজার টাকায় কিনে নেন। 

জেলে রাসু বলেন, ‘সন্ধ্যার আগে জাল টানতে ছিলাম। তেমন মাছ উঠতে ছিল না। হঠাৎ করে দেখি জালে বিশাল আকারের এই আইড় মাছটি। সাবধানে জাল টেনে নৌকায় তুলে আনলাম। বহু বছর ধরে মাছ ধরছি এত বড় আইড় মাছ ধরা পড়তে দেখি নাই।’ 

মাছটি ক্রয় করা রাজু বলেন, ‘আইড় মাছ খেতে অনেক স্বাদ। নদীতে ধরা পড়া বিশাল আকারের মাছটি দেখে পরিবারের সকলে মিলে খাবো বলে কিনেছি। সচরাচর নদীর আইড় মাছ পাওয়া যাওয়া না।  শহরে বিক্রি হলে পাইকাররা দ্বিগুণের বেশি দামে বিক্রি করতো।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts