ছিন্নমুল শারীরিক ও মানসিক প্রতিবন্ধিদের কষ্ট লাঘবে বেশকিছু ভ্রম্যমান আবাসস্থল নির্মাণ করেছেন কাশিনাথপুরের ফাতেমা সিন্ডিকেট পেট্রল পাম্পের সত্ত্বাধিকারী শফিকুল আলম খান টিটুল।
শনিবার (২২ মার্চ) বিকেলে ভ্রাম্যমান আবাসস্থল বিতরণের উদ্বোধন করেন সমাজসেবা মহাপরিচালক সাইদুর রহমান খান। রোটারী ক্লাব অব এভারগ্রীনের সহযোগিতায় পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে তিনটি ভ্রাম্যমান আবাসস্থল ছিন্নমূল মানুসিক ভারসাম্যহীনদের মধ্যে বিতরণ করা হয়।
ভ্রাম্যমান আবাসস্থল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব এভারগ্রীন পাবনার প্রেসিডেন্ট রশিদুল হাসান বকুল, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান জালাল উদ্দীন, রোটারিয়ান বিজরী ইসলাম, সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান প্রভাষ চন্দ্র ভদ্র ও সমাজসেবা কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মো: ইনসাফ, সাধারণ সম্পাদক মো: মন্ত্রী।