র ই রনি: পাবনা শহরের প্রধান সড়ক (আব্দুল হামিদ রোড) যার নামে তিনি ও তার স্মৃতিফলক পুনঃস্থাপন করে পাবনার ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো পাবনা পৌরসভা।
পৌর মেয়র শরীফ উদ্দীন প্রধান ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হোসেন বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরের সামনে ফলকটি উন্মোচন করেন।
উন্মোচন কালে মেয়র বলেন, ফলকটি পাবনার একজন কৃতি পুরুষের জীবন ইতিহাস। উন্নয়নের নামে ফলকটি সরিয়ে ফেলা হয়েছিল এটি পুনঃস্থাপন করে পাবনার ইতিহাস বর্তমান প্রজন্মকে জানার সুযোগ করে দেওয়া হয়েছে বলে তিনি অভিমত প্রকাশ করেন।