পাবনায় সাংবাদিকদের নিয়ে ইফতার করলো‌ শেকড় পাবনা ফাউন্ডেশন

পাবনায় সাংবাদিকদের নিয়ে ইফতার করলো‌ শেকড় পাবনা ফাউন্ডেশন

পাবনায় কর্মরত সাংবাদিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেকড় পাবনা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২২ মার্চ) পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এই সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং প্রধান আলোচক ছিলেন পাবনা পৌর জামায়াতের সাবেক আমির অধ্যাপক রকিব উদ্দিন।

বক্তারা বলেন, ঢাকা কেন্দ্রিক পাবনার অনেক প্রতিষ্ঠান গড়ে উঠলেও পাবনার কোনো উন্নয়নে ভূমিকা রাখেনি। আমরা পাবনাবাসী আশা করি- শেকড় পাবনা ফাউন্ডেশন পাবনার উন্নয়নে কার্যকরি ভূমিকা পালন করবে। অবহেলিত পাবনার মানুষের জন্য কাজ করবে। 

কার্যনির্বাহী সদস্য গোলাম মাওলার পরিচালনায় আরও বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, বর্তমান সহ-সভাপতি সিফাত রহমান সনম, সেক্রেটারি জহুরুল ইসলাম, দৈনিক শহর ও গ্রামের সম্পাদক নাজমুল ইসলাম, সাংবাদিক আব্দুল হামিদ খান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, ডেইলি স্টারের পাবনা প্রতিনিধি তপু আহমেদ ও সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা প্রমুখ। দোয়া পরিচালনা করেন পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম আলাউদ্দিন।

Explore More Districts