পাবনায় বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পাবনায় বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সদর  উপজেলা দোগাছী ইউনিয়নের মানিকতলা আব্দুল সাত্তার  অন্ধ হাফিজিয়া মাদ্রাসায় ও এতিমখানায়   জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসান হাবিব আকাশ এর উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় মানিকতলা আব্দুল সাত্তার  অন্ধ হাফিজিয়া মাদ্রাসায় ও এতিমখানার হুজুর অন্ধ হাফিজ শিবলী নোমান মুরাদ দোয়া মোনাজাত করেন।

দোয়া মাহফিলে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মহা-তামিম হাফেজ মোহাম্মদ  শাহ আলম, জেলার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম সদস্য সহ দপ্তর এসএম আদনান উদ্দিন, পৌর বিএনপি নেতা শরিফ, টিক্কা, ইউপির সদস্য বাসার,মোরশেদ  সহ আরো অনেকেই।

Explore More Districts