পাবনায় ট্রাকচাপায় তিনজন নিহত

পাবনায় ট্রাকচাপায় তিনজন নিহত

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার, ভ্যান ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ অক্টোবর) সকাল ৭টার দিকে পাবনা-ঈশ্বরদীর আঞ্চলিক সড়কের বাঁশেরবাদা শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোভ্যান চালক বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খাঁর ছেলে মুনসুর আলী খাঁ (৩৫), ভ্যানের যাত্রী চর আওতাপাড়া গ্রামের সোবহান শাহর ছেলে সাইফুল শাহ (৫০) ও মোটরসাইকেল চালক পাবনা পৌর সদরের ছাতিয়ানি মধ্যপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে আসিফ হোসেন (৩০)।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে পাবনা-ঈশ্বরদীর আঞ্চলিক সড়কের বাঁশেরবাদা শালবাগান এলাকায় প্রাইভেটকার, ভ্যান ও বাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে বাইক চালক ও ভ্যানের ২ জনসহ ৩ জন নিহত হয়েছেন।

Explore More Districts