পাথালিয়ায় শতাধিক তালগাছ রোপন করল জাগ্রত যুবসমাজ – দৈনিক আজকের জামালপুর

পাথালিয়ায় শতাধিক তালগাছ রোপন করল জাগ্রত যুবসমাজ – দৈনিক আজকের জামালপুর




পাথালিয়ায় শতাধিক তালগাছ রোপন করল জাগ্রত যুবসমাজ – দৈনিক আজকের জামালপুর


oplus_2

মোহাম্মদ আলী : বজ্রপাত প্রতিরোধে সহায়ক, মানুষ ও পরিবেশের পরমবন্ধু, তালগাছ রোপন করল পাথালিয়ার সামাজিক সংগঠন “জাগ্রত যুবসমাজ” গত শুক্রবার, পাথালিয়ায় সিভিল সার্জনের বাসার সামনে থেকে পুরাতন ব্রহ্মপুত্রের নদের ডান তিরে শতাধিক তালগাছ রোপন করা হয়েছে। বৃক্ষরোপনের উদ্বোধন করেন, আল জামিয়াতুল ইসলামীয়া পাথালিয়া জামালুল উলুম মাদ্রাসার মুহতামিম, মাওলানা মেরাজুর রহমান জামালপুরী পীর সাহেব। উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা। এসময় পাথালিয়া জাগ্রত যুবসমাজের সভাপতি, আঃ মমিন বলেন, প্রতিবছরই বর্ষা মৌসুমে বজ্রপাতে আমাদের দেশের বহু মানুষের প্রাণহানি ঘটছে। বাদ যাচ্ছে না আমাদের জেলাও। তাই, সেই বিষয়টি মাথায় নিয়ে আমরা এই উদ্যোগ নিয়েছি। কারণ তালগাছ বজ্র প্রতিরোধক একটি বৃক্ষ। সংগঠনটির সাধারণ সম্পাদক, সাজ্জাদ হোসেন বলেন, জাগ্রত যুবসমাজ মূলতঃ এলাকার আর্ত মানবতার সেবায় কাজ করে থাকে। এবার আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। যা মানব ও পরিবেশ উভয়ের জন্য কল্যাণকর।


Explore More Districts