পাথরঘাটায় বাস উল্টে খাদে, আহত ১২

পাথরঘাটায় বাস উল্টে খাদে, আহত ১২

৬ September ২০২৫ Saturday ১১:২০:৩৩ PM

Print this E-mail this


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

পাথরঘাটায় বাস উল্টে খাদে, আহত ১২

বরগুনার পাথরঘাটা একটি যাত্রীবাহী বিআরটিসি বাস খাদে পড়ে গেছে। এতে বাসটির ১২ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কাটাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী হাফিস উদ্দিন বলেন, ‘বিকেল তিনটার দিকে বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশে একটি বিআরটিসি বাস খাদে পড়ে থাকতে দেখি। তাৎক্ষণিক পাশের লোকজনকে ডাক দিয়ে বাসের মধ্যে থাকা লোকজনকে উদ্ধার করি। তাদের মধ্যে অনেকের হাত-পাসহ বিভিন্ন স্থান কেটে গেছে। পরে বাসের মধ্যে থাকা আহত ব্যক্তিদের ফায়ার সার্ভিসের সহযোগিতায় পাথরঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠানো হয়।’

ফায়ার সার্ভিসের পাথরঘাটা স্টেশন লিডার মো. শাহাদাত হোসেন বলেন, ‘৯৯৯ থেকে ফোন করে আমাদেরকে জানান একটি বাস দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক আমার একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের মধ্যে থাকা আহতদের উদ্ধার করি। বাসের ড্রাইভার ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি।’

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ‘দুর্ঘটনার খবর পেয়েই ছুটি এসেছি। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। মূলত সড়কের পাশে বড় গাছ থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’ বন বিভাগের মাধ্যমে ঝুঁকিপূর্ণ গাছগুলোকে অপসারণ করার চেষ্টা করবেন বলেও জানান তিনি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts