পাথরঘাটায় দেড় শতাধিক হতদরিদ্র পেলেন শীতবস্ত্র

পাথরঘাটায় দেড় শতাধিক হতদরিদ্র পেলেন শীতবস্ত্র

১৯ January ২০২৫ Sunday ৪:০৫:৪৭ PM

Print this E-mail this


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: 

পাথরঘাটায় দেড় শতাধিক হতদরিদ্র পেলেন শীতবস্ত্র

বিষখালী ও বলেশ্বর নদ ঘেঁষা পাথরঘাটার তিন গ্রামের দেড় শতাধিক হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।কমিউনিটি ক্লাইমেট রেজিলিয়েন্স সেন্টারর (সিসিআরসি) সহযোগিতায় আজ রোববার (১৯ জানুয়ারি) চরলাঠিমারা সাইক্লোন শেল্টারে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা, রুহিতা ও চরলাঠিমারা গ্রামের হতদরিদ্রের মাঝে ১ টি করে কম্বল, ১ জোড়া গলা বন্ধনী, ১ জোড়া হাত মোজা, ১ জোড়া পা মোজা, ১ টি ভেসলিন দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মো.মহসিন হোসেন, সদর পাথরঘাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.শাহআলম খান, সিসিআরসির সভাপতি মো. বেল্লাল হোসেন প্রমুখ।

উপকারভোগি চরলাঠিমারা গ্রামের জামাল ফকির, তৈয়ব আলী, আমেনা বেগম, বিউটি বেগম বলেন, অনেকদিন ধরে শীতে কষ্ট পেয়েছি। অনেকেই শীতের সময় কম্বল দেয় কিন্তু এবার আমরা কম্বলসহ অনেককিছুই পেয়েছি। আমরা খুব খুশি হয়েছি।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম বলেন, বিভিন্ন সময় শীতবস্ত্র দেমা হয় শুধু কম্বল। কিন্তু এবার ব্যতিক্রম। এ জন্য আমরা হতদরিদ্রের পক্ষ থেকে সিসিডিবিকে ধন্যবাদ জানাই।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts