পাথরঘাটায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

পাথরঘাটায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

৩০ September ২০২৫ Tuesday ৪:৩৫:৫১ PM

Print this E-mail this


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

পাথরঘাটায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের

বরগুনার পাথরঘাটায় ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হানিফ (৬৫) নামে এক কৃষক মারা গেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

স্থানীয় জানান, মাদারতলী গ্রামের আলমগীর জমাদ্দারের ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা হয়। সোমবার বিকেল ৫টার দিকে আবু হানিফ তার নিজ ক্ষেতে কীটনাশক ছিটাতে যাওয়ার পথে ওই ক্ষেতে প্রবেশ করেন। এ সময় তিনি বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে রাত পর্যন্ত আবু হানিফ বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করে একপর্যায়ে ধানক্ষেত তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সাইফুল খান বলেন, ‘ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদ থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় নিহতের পরিবার কোনো অভিযোগ করেননি।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts