পাকিস্তানে ‌‘রহস্যময় ভাইরাস জ্বরে’ বাড়ছে আতঙ্ক

পাকিস্তানে ‌‘রহস্যময় ভাইরাস জ্বরে’ বাড়ছে আতঙ্ক

পাকিস্তানের করাচিতে ‘রহস্যময় ভাইরাস জ্বরে’ আক্রান্ত বেশ কয়েকজন রোগী পাওয়া গেছে। ডেঙ্গুজ্বরের মতো এ জ্বরেও কমে যাচ্ছে রোগীদের প্লাটিলেট এবং শ্বেত রক্তকণিকা। সংশ্লিষ্টদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে এমন তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল চিকিৎসক ও প্যাথলজিস্টদের বরাত দিয়ে গত বৃহস্পতিবার জানায়, ভাইরাস জ্বরে আক্রান্ত রোগীদের ডেঙ্গুর জন্য পরীক্ষা করা হলেও তার ফলাফল নেগেটিভ এসেছে।

করাচির ডাও ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের আণবিক প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক সাঈদ খান বলেন, কয়েক সপ্তাহ ধরে, আমরা ভাইরাস জ্বরের ঘটনা দেখছি। এ জ্বরে আক্রান্ত রোগী প্লাটিলেট এবং শ্বেত রক্তকণিকা কমে যাচ্ছে। পাশাপাশি অন্যান্য উপসর্গগুলো ডেঙ্গুজ্বরের মতো। কিন্তু ডেঙ্গু পরীক্ষা করালে তা নেগেটিভ আসছে।

স্থানীয় বিভিন্ন হাসপাতালের চিকিৎসক এবং প্যাথোলজিস্টসহ অন্যান্য বিশেষজ্ঞরাও নিশ্চিত করেছেন যে করাচিতে একটি ডেঙ্গু ভাইরাসের মতো রোগ ছড়িয়ে পড়ছে।

করাচির গুলশান-ই-ইকবালের শিশু হাসপাতালের আণবিক বিজ্ঞানী ড. মুহাম্মদ জোহাইবও করাচিতে ভাইরাল জ্বরের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেঙ্গু রোগীর পাশাপাশি এ জ্বরে আক্রান্ত রোগী বাড়ায় হাসপাতালগুলোতে প্লাটিলেটের তীব্র সংকট দেখা দিয়েছে।

শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ৪৫ জন নতুন ডেঙ্গুরোগী শনাক্ত করা হয়েছে। জেলা স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

Explore More Districts